![]() |
না'সর গ্রুপ, |
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানীতে আজকে কুতুবপুর ইউনিয়নের খানকা মসজিদ এলাকা,ইয়াদ আলী মাসজিদ এলাকা, হাজী গনি মিয়া মসজিদ এলাকা, ইসদাইর বুড়ির দোকান, শান্তিবাগ, সস্থাপুর,সুগন্ধা এলাকায় আরো ৪০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
যারা এসময় সবচেয়ে বেশি অসহায়ঃ
১।চায়ের দোকানী২।কামলা শ্রেনী (ইট, বালু টানার লেবার)
৩।রাজমিস্ত্রী, জোগালী
৪।বাসের,ট্রাকের হেল্পার
৫।ছোট ছোট দোকানী
৬।অটো/ভ্যান /রিক্সাওয়ালা
এরকম লিস্ট করে আমরা খাদ্য পৌছানোর ব্যবস্থা করছি।
আমাদের এই সাদাকাহ কার্যক্রমে অংশ গ্রহণ করতে নিম্নোক্ত নাম্বারে আপনারা আপনাদের দান বা সাদাকাহ পাঠাতে পারেনঃ
বিকাশঃ১)01911406932(personal)
২)01677220746(personal)
৩)01676590888(personal)
৪) 01916488808(personal)
রকেটঃ
১)01911406932(3)
0 Comments