র্যাব জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী মোকামটিলা থেকে পর্নোগ্রাফি মামলার (জৈন্তাপুর থানার মামলা নং- ২০ -এর ) এজহারনামীয় মহিলা আসামি সুমি বেগমকে (৩০) আটক করা হয়। সুমি কমলাবাড়ী মোকামটিলা গ্রামের কয়েছ আহমদরে স্ত্রী। পরে সুমি বেগমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।
অভিযানকালে জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী মোকামটিলা থেকে পর্নোগ্রাফি মামলার (জৈন্তাপুর থানার মামলা নং- ২০ -এর ) এজহারনামীয় মহিলা আসামি সুমি বেগমকে (৩০) আটক করা হয়। সুমি কমলাবাড়ী মোকামটিলা গ্রামের কয়েছ আহমদরে স্ত্রী। পরে সুমি বেগমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।
0 Comments